Update
বিদ্যালয়ের ইউনিফর্ম ও তাপদাহ প্রসঙ্গে।
28 Apr 2024
Subject: বিদ্যালয়ের ইউনিফর্ম ও তাপদাহ প্রসঙ্গে।

<p>নোটিশ তাং ২৮/০৪/২০২৪ ইং এত দ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে যথাসময়ে সকল শিক্ষার্থীকে উপস্থিত হওয়া হতে হবে। যদি কোনো শিক্ষার্থী স্কুল ড্রেস, জুতা, টাই, কিংবা আইডি পরিধান না করে তাহলে স্কুল কর্তৃপক্ষ পূর্বের নোটিশে উল্লেখিত জরিমানা আদায় করবেন। NB: তীব্র তাপদাহের কারণে অকারণে কোনো শিক্ষার্থীকে মাঠে রোদের মধ্যে যাওয়া যাবে না। প্রতি ১ থেকে ২ ঘন্টা পরপর ফ্রেশ পানি পান করার জন্য বিশেষভাবে বলা হলো। নির্দেশক্রমে ভাইস প্রিন্সিপাল ব্লু &zwj;স্টার পাবলিক স্কুল ডোমার,নীলফামারী</p>