31 Mar 2024
Subject: অভিভাবক সমাবেশ, সাপ্তাহিক ও মাসিক মূল্যায়নের ফলাফল প্রসঙ্গে।
<p>জনাব, আসসালামু আলাইকুম/আদাব, আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৩/০৪/২০২৪ ইং রোজ বুধবার বিকাল ০২ঃ ০১ ঘটিকায় ব্লু স্টার পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ, সাপ্তাহিক ও মাসিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হবে। উল্লিখিত অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতি ও মূল্যবান পরামর্শ একান্তভাবে কামনা করছি।</p>
<p>ধন্যবাদান্তে</p>
<p>(মোঃ রফিকুল ইসলাম)</p>
<p>ভাইস প্রিন্সিপাল</p>
<p>ব্লু স্টার পাবলিক স্কুল</p>
<p>ডোমার, নীলফামারী।</p>